速報APP / 圖書與參考資源 / বিষাদ সিন্ধু - মীর মোশাররফ হোসেনের অমর উ

বিষাদ সিন্ধু - মীর মোশাররফ হোসেনের অমর উ

價格:免費

更新日期:2019-03-25

檔案大小:4.7M

目前版本:2.2

版本需求:Android 4.4 以上版本

官方網站:http://www.senanibangladesh.blogspot.com

Email:Senanibangladesh@gmail.com

聯絡地址:Jafar Building, Barai Para Bahaddarhat, Chandgoan, Chittagong

বিষাদ সিন্ধু - মীর মোশাররফ হোসেনের অমর উপন্যাস(圖1)-速報App

বাংলা সাহিত্যে বিশিষ্ট ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক মীর মশাররফ হোসেনের কারবালার বিষাদময় ঘটনা নিয়ে লেখা উপন্যাস "বিষাদসিন্ধু" তাঁর শ্রেষ্ঠ রচনা । তার এই অসাধারন রচনাটি পড়তে যেমন মর্মান্তিক লাগে তেমন ভালও লাগে। বিষাদ-সিন্ধুর মূল বিষয়বস্ত্ত হচ্ছে- হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেনের মৃত্যুর জন্য দায়ী ঘটনাসমূহ। অবশ্য ইমাম হোসেনের মৃত্যুর ফলে যে সকল ঘটনা ঘটেছিল তারও বর্ণনা রয়েছে এ গ্রন্থে। বিষাদ-সিন্ধু উপন্যাসের প্রধান চরিত্রগুলির সন্ধান ইতিহাসে পাওয়া যায়, কিন্তু কোনো কোনো অপ্রধান চরিত্রের উল্লেখ বা সন্ধান ঐতিহাসিক কোনো গ্রন্থে পাওয়া যায় না। কিন্তু গবেষকের সিদ্ধান্ত- ‘যেহেতু ইতিহাসের ওপর ভিত্তি করেই এই গ্রন্থ রচিত হয়েছে, সুতরাং এটিকে ঐতিহাসিক উপন্যাস বলা যায়।’ এতে একই সঙ্গে উপন্যাসের চরিত্রচিত্রণ, মানবজীবনের দুঃখ-যন্ত্রণা, হিংসা-বিদ্বেষ ইত্যাদি যেমন চিত্রিত হয়েছে তেমনি ইতিহাসের পটভূমিকায় সিংহাসন নিয়ে দ্বন্দ্ব, সংগ্রাম, রক্তপাত, হত্যাকান্ড ইত্যাদি বর্ণিত হয়েছে। সারকথা বিষাদ-সিন্ধুতে বর্ণিত ইতিহাসের চরিত্র ও ইতিহাসের লক্ষণকে প্রত্যক্ষ করে গবেষক একে ঐতিহাসিক উপন্যাসের মর্যাদা দিতে দ্বিধা করেননি। তবে এতে এমন কিছু ঘটনার উল্লেখ আছে যেগুলো ইতিহাসের আলোকে বিচার করা চলে না। এমনকি বাস্তব জীবনেও সেগুলির অস্তিত্ব সম্পর্কে সন্দেহ পোষণ করা চলে, যেমন-কিছু অতিপ্রাকৃত ঘটনা, এগুলির কোনোটির উৎপত্তি ধর্মীয় বিশ্বাসে, আবার কোনটির উৎপত্তি ঐন্দ্রজালিক শক্তিতে ও আস্থায়।পাঠক পড়ে ফেলেন আশা করি এই মহান রচনাটি আপনার কাছেও ভাল লাগার খোঁড়াক যগাবে। তাই মিস না করে পড়ে ফেলেন।

বিষাদ সিন্ধু - মীর মোশাররফ হোসেনের অমর উপন্যাস(圖2)-速報App